রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
নিজের প্রার্থীতা প্রত্যাহার করে মাওলানা শুয়াইব আহমদের আবেগঘন স্ট্যাটাস

নিজের প্রার্থীতা প্রত্যাহার করে মাওলানা শুয়াইব আহমদের আবেগঘন স্ট্যাটাস

amarsurma.com
নিজের প্রার্থীতা প্রত্যাহার করে মাওলানা শুয়াইব আহমদের আবেগঘন স্ট্যাটাস

বৃহত্তর জোটের স্বার্থে মনোনয়ন প্রত্যাহার, ধানের শীষের পক্ষে ঐক্যের আহ্বান

আমার সুরমা ডটকম:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করতে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত প্রার্থী, ইউরোপ জমিয়তের সভাপতি ড. মাওলানা শুয়াইব আহমদ দলের প্রতি আনুগত্য প্রকাশ করে নিজের জমাকৃত মনোনয়ন প্রত্যাহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করতে দলীয় মনোনয়ন পাওয়ার পর নির্বাচন কমিশন কর্তৃক নির্ধারিত সময়ে মনোনয়নপত্র দাখিল করেন। পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাথে নির্বাচনী জোট হওয়ায় এবং জোটের বৃহৎ দল হিসেবে বিএনপির প্রার্থী চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার পর তিনি তার প্রার্থীতা প্রত্যাহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে স্ট্যাটাস দিয়েছেন। নিম্নে হুবহু তা উল্লেখ করা হলো-

“আমি সম্পূর্ণ প্রস্তুতি, দৃঢ় প্রত্যয় ও জনগণের প্রতি দায়বদ্ধতা নিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে মনোনয়ন ফরম দাখিল করেছিলাম। দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রামের মাঠে থেকে গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং মানুষের ন্যায্য অধিকার আদায়ের যে প্রত্যয় ধারণ করেছি, তারই ধারাবাহিকতায় এই সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম।

তবে দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা, বৃহত্তর জোটের সামগ্রিক স্বার্থ এবং গণতন্ত্র পুনরুদ্ধারের বৃহত্তর লক্ষ্যের কথা বিবেচনা করে আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের গৃহীত সিদ্ধান্তের প্রতি পূর্ণ শ্রদ্ধা, আনুগত্য ও আস্থার বহিঃপ্রকাশ হিসেবে আমি স্বেচ্ছায় আমার মনোনয়ন ফরম প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ করেছি।

ব্যক্তিগত ইচ্ছা বা অবস্থানের চেয়ে দলীয় শৃঙ্খলা, ঐক্য ও আন্দোলনের বৃহত্তর স্বার্থ যে সর্বাগ্রে এই বিশ্বাস থেকেই আমার এই অবস্থান। এই গুরুত্বপূর্ণ ও সংকটপূর্ণ সময়ে আমি বিশ্বাস করি, ব্যক্তিগত হিসাব-নিকাশ, আবেগ কিংবা বিভক্তির কোনো অবকাশ নেই। বরং সবাইকে দেশ, জনগণ ও গণতন্ত্রের স্বার্থে এক কাতারে এসে দাঁড়াতে হবে।

তাই আমি আমার সকল সহযোদ্ধা, নেতাকর্মী, সমর্থক এবং শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক আহ্বান জানাচ্ছি। আমাদের জোটপ্রধান দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য।

আজ আমাদের সামনে যে লড়াই, তা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়—এটি দেশের মানুষের ভোটাধিকার, ন্যায়বিচার ও গণতান্ত্রিক ভবিষ্যৎ রক্ষার সংগ্রাম। এই সংগ্রামে আমাদের শক্তি একমাত্র ঐক্য। আমাদের ত্যাগ, ধৈর্য, আত্মনিবেদন ও অবিচল সংগ্রামই ইনশাআল্লাহ এই আন্দোলন ও নির্বাচনী যুদ্ধে বিজয় নিশ্চিত করবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আল্লাহর রহমতে এবং জনগণের সক্রিয় অংশগ্রহণে আমরা এই লড়াইয়ে সফল হবো এবং বাংলাদেশ আবারও গণতন্ত্রের পথে ফিরে আসবে”।

মাওলানা শোয়াইব আহমদ,

যুগ্ম মহাসচিব, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ

জমিয়ত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা)

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com