সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ১১:০৫ অপরাহ্ন
আমার সুরমা ডটকম : বিশেষ দূতের পদ ও মন্ত্রিসভা ছাড়ার বিষয়ে আলোচনার জন্য প্রধানমন্ত্রীর কাছে সময় চাওয়া হয়েছে জাতীয়পার্টির চেয়ারম্যান এরশাদ ও বিরোধী দলের নেতা রওশন এরশাদের পক্ষ থেকে। দলের প্রেসিডিয়াম সদস্য জিএম কাদের আজ এ তথ্য নিশ্চিত করেছেন। দুপুরে জাপা চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান। তিনি বলেন, মন্ত্রীসভা ছাড়ার বিষয়ে এরশাদ এবং রওশন একমত হয়েছেন। প্রধানমন্ত্রী সময় দিলে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেয়া হবে। তিনি আরও বলেন, এটা জনগণের চাহিদা। প্রকৃত বিরোধী দলের ভূমিকা পালনের স্বার্থে আমাদের জনগণের চাহিদার আলোকে কাজ করতে হবে। সরকারের বিপক্ষ হয়ে জনগণের পক্ষে কথা বলতে হবে। তবে আলোচনা ছাড়াই কোনও সিদ্ধান্ত নেয়া সমীচীন নয় বলে জানান তিনি।