মঙ্গলবার, ০১ Jul ২০২৫, ০৬:৩০ অপরাহ্ন
আমার সুরমা ডটকম :
গোয়াইনঘাটের জাফলংয়ের পিয়াইন নদী থেকে কবি নজরুল ইসলাম কলেজের নিখোঁজ দুই ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে সোহাগ ঘোষের (২২) এবং শুক্রবার রাতে আবদুল্লাহ অন্তরের (২২) লাশ উদ্ধার করা হয়। তারা ঢাকার কবি নজরুল কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। বুধবার বিকেল ৪টার দিকে তারা নিখোঁজ হন। গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হাই জানান, গোয়াইনঘাটের বেকরারখাল এলাকা থেকে দুপুর সাড়ে ১২টার দিকে সোহাগ ঘোষের লাশ উদ্ধার করা হয়। এর আগে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে আবদুল্লাহ অন্তরের লাশ উদ্ধার করা হয়। জাফলংয়ের পিয়াইন নদীর পাশের চা বাগান এলাকা থেকে অন্তরের লাশটি উদ্ধার করা হয়।