সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৯:২৭ অপরাহ্ন
আমার সুরমা ডটকম : আজ বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে ৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছেন অন্তত আরও ২৭ জন।
মন্সীগঞ্জ: জেলার সদর উপজেলার মোল্লার চর এলাকায় বজ্রপাতে ২ জন নিহত এবং আহত হয়েছেন ৫ জন।
কুমিল্লা : জেলার মুরাদনগর উপজেলায় ২ জন শ্রমিক নিহত এবং আহত হয়েছেন ২০ জন।
খুলনা: জেলার মোড়লগঞ্জ উপজেলায় ২ জন নিহত এবং আহত হয়েছেন ১ জন।
কিশোরগঞ্জ: জেলার অষ্টগ্রাম উপজেলার কারবালাহাটি এলাকায় ২ জন নিহত এবং আহত হয়েছেন ১ জন।
ফরিদপুর: জেলার নগরকান্দা উপজেলার চরযশোরদী এলাকায় বজ্রপাতে শ্যামল কুমার মন্ডল (৪০) নামে এক কাঠমিস্ত্রি মারা যায়। কাজ শেষ করে বাড়ি ফেরার পথে এ ঘটনার শিকার হন।।
একই সময় বজ্রপাতে ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর এলাকায় হাসান মোল্যা (১৬) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়। সন্ধ্যার দিকে বাড়ির পাশে মাঠ থেকে গরু আনতে গিয়ে সে মারা যায়। এছাড়া দেশের আরও কয়েকটি জেলায় বজ্রপাতের ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে।