সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৯:৪০ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম : দুই ঘণ্টা বিদ্যুৎবিহীন থাকার পর সিলেটে বিদ্যুৎ চালু হয়েছে। জাতীয় গ্রিডে সমস্যার কারণে রোববার রাত ৮টা থেকে সিলেট বিভাগের চারটি জেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বন্ধ হয়ে যায় এ অঞ্চলে বিদ্যুৎ সরবরাহের সবকটি কেন্দ্র। পিডিবির নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম জানান, জাতীয় সরবরাহ লাইনে সমস্যা থাকায় বিদ্যুৎ বন্ধ হয়ে যায়। তবে বর্তমানে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সিলেটের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ হতে শুরু হয়েছে। প্রায় দুই ঘণ্টা পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হওয়ায় জনমতে স্বস্তি ফিরে এসেছে।