শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৯:৫০ অপরাহ্ন
আমার সুরমা ডটকম : দি হাঙ্গার প্রজেক্টের কারিগরি ও সার্বিক সহযোগিতায় এবার দিরাইয়ে আত্মপ্রকাশ করলো অলাভজনক সংগঠন ‘টুকদিরাই মাটির ব্যাংক নারী উন্নয়ন সমিতি’ নামে। ১লা জুন বুধবার সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের টুকদিরাই গ্রামে ১৫ জন নারীর সমন্বয়ে এ সমিতির আত্মপ্রকাশ ঘটে। প্রতি মাসে ২০ টাকা হারে জমা হওয়া এ অর্থ সমিতির অসহায় ও পার্শ্ববর্তী দরিদ্র এবং অসহায় নারীদের কল্যাণে তা ব্যয় করা হবে। দি হাঙ্গার প্রজেক্টের করিমপুর ইউনিয়নের প্রশিক্ষণপ্রাপ্ত নারীনেত্রী মোছাঃ আছমা বেগমের নেতৃত্বে অন্য সদস্যরা হলেন মোছাঃ নাসিমা বেগম, মোছাঃ রুনু বেগম, মোছাঃ ফুলেছা বেগম, অনিতা রাণী, মোছাঃ মিফতা বেগম, মোছাঃ জুঁই বেগম, মোছাঃ সুফিয়া বেগম, দিপ্তীরাণী, জবা রাণী, শ্রাবণী রাণী দাস, অঞ্জনা চক্রবর্তী, শুক্লতি পাল, মোছাঃ তখমিনা বেগম ও মোছাঃ হুসনারা বেগম। সমিতির এ আত্মপ্রকাশের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্টের দিরাই উপজেলা সমন্বয়কারী এএসএম আখতারুল ইসলাম, করিমপুর ইউনিয়ন সমন্বয়কারী মুহাম্মদ আব্দুল বাছির সরদার, প্রশিক্ষণপ্রাপ্ত উজ্জীবক মোঃ শাহীনূর আলম ও মোঃ ওয়াসিদ উল্লা।