মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:৪৩ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম: সুনামগঞ্জের দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের কালিনগর গ্রাম নিবাসি মোঃ হাবিবুল্লাহর ছেলে ও পৌরশহরে অবস্থিত দিরাই হাফিজিয়া মাদরাসার মুহাদ্দিস মাওলানা জিল্লুর রহমান (৪০) মঙ্গলবার সকাল ৭টায় ঢাকাস্থ পিজি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। রাত ৭টায় নিজ গ্রাম কালিনগর মাদরাসা মাঠে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হয় এবং পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এদিকে মাওলানা জিল্লুর রহমানের ইন্তেকালে গভীর শোকপ্রকাশ করেছেন আমার সুরমা সাংবাদিক ফোরামের চেয়ারম্যান ও আমার সুরমা ডটকম সম্পাদক মুহাম্মদ আব্দুল বাছির সরদার। তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।