বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৭ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম: সুনামগঞ্জের দিরাইয়ে ছাত্র জমিয়ত বাংলাদেশ দিরাই উপজেলা শাখার উদ্যোগে আজ শুক্রবার বাদ আসর দিরাই থানা পয়েন্টে মাওলানা আব্দুর রহমানসহ দেশব্যাপি হত্যা ও নৈরাজ্যের প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। শাখার সভাপতি মাওলানা আবিদুর রহমানের সভাপত্বিতে, শাব্বির আহমদ সরদার ও এম ইসতেখার আলম চৌধুরী জাবিরের যৌথ পরিচালনায় প্রধান অথিতির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী। বিশেষ অথিতির বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, জামালগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাফিজ রশিদ আহমদ, মাওলানা হাম্মাদ আহমদ গাজীনগরী, সিলেট জমিয়ত নেতা মাওলানা আলী নূর, মাওলানা মুফতি সারওয়ার হুসাইন, দিরাই জমিয়ত নেতা মাওলানা মহিউদ্দিন কাসেমী, মাওলানা ইলিয়াস আহমদ, মাওলানা এনাম আহমদ, মাওলানা খালেদ আহমদ জায়ীম, মাওলানা মাছুম আহমদ, ছাত্রনেতা আব্দুল্লাহ রাজন, মাসউদ আহমদ হিরা প্রমুখ। বক্তারা বলেন, মাওলানা আব্দুর রহমান হত্যাকারীসহ সকল ঘাতকদের প্রকাশ্যে ফাঁসি দিয়ে বিচার কাজ সম্পাদন করুন। নতুবা আগামীতে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। তারা আরো বলেন, ইসলামে সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই, যারা গুম-খুন ও হত্যা করে ওরা মসুলমান হতে পারেনা।