বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৮:১৮ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম: সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়ন পরিষদে ব্র্যাক সমন্বিত উন্নয়ন কর্মসূচির উদ্যোগে জেন্ডার সচেতনতা বিষয়ক কর্মশালা সোমবার পরিষদের অস্থায়ী কার্যালয়ে পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ব্র্যাকের মোঃ রফিকুল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠিত এ কর্মশালায় পরিষদের সংরক্ষিত ১নং আসনের নারী সদস্যা মোছাঃ রিমা চৌধুরী, ২নং আসনের মোছাঃ সেলু বেগম ও ৩নং আসনের মালতী রাণী দাস, ১নং ওয়ার্ড মেম্বার জাবির নূর আহমদ চৌধুরী, ২নং ওয়ার্ড মেম্বার মোঃ রুবেল মিয়া, ৩নং ওয়ার্ড মেম্বার জুয়েল আহমদ, ৪নং ওয়ার্ড মেম্বার মোঃ এওয়ার হোসেন, ৫নং ওয়ার্ড মেম্বার মোঃ আজিজুর রহমান, ৮নং ওয়ার্ড মেম্বার সুকেশ বর্মণ, ৯নং ওয়ার্ড মেম্বার মোঃ শরাফত আলী, দি হাঙ্গার প্রজেক্টের করিমপুর ইউনিয়ন সমন্বয়কারী মুহাম্মদ আব্দুল বাছির সরদার, মুফতি ফয়সল হক, সামছুল ইসলাম সরদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।