বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৮:১৪ অপরাহ্ন
আমার সুরমা ডটকম: রোববার সকাল ১০টায় সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ওয়ার্ডসভা শ্রীনারায়ণপুর গ্রামের সচি দাসের বাড়িতে ওয়ার্ড মেম্বার মোঃ আব্দুর রব রিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। দি হাঙ্গার প্রজেক্টের করিমপুর ইউনিয়ন সমন্বয়কারী মুহাম্মদ আব্দুল বাছির সরদারের সার্বিক পরিচালনায় এ সময় বক্তব্য প্রদান করেন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ৭নং ওয়ার্ড মেম্বার মোঃ নজরুল ইসলাম, ২নং সংরক্ষিত আসনের মেম্বার মোছাঃ সেলু বেগম প্রমুখ। বেলা ৩টায় ৬নং ওয়ার্ডের ওয়ার্ডসভা মাটিয়াপুর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। ওয়ার্ড মেম্বার মোঃ আজিজুর রহমানের সভাপতিত্বে ও দি হাঙ্গার প্রজেক্টের করিমপুর ইউনিয়ন সমন্বয়কারী মুহাম্মদ আব্দুল বাছির সরদারের সার্বিক পরিচালনায় অনুষ্ঠিত এ সময় বক্তব্য প্রদান করেন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ৭নং ওয়ার্ড মেম্বার মোঃ নজরুল ইসলাম, ২নং সংরক্ষিত আসনের মেম্বার মোছাঃ সেলু বেগম, মাস্টার আব্দুর রহিম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষ্ণুপদ দাস প্রমুখ। বক্তারা বলেন, উন্নয়নের পূর্বশর্ত হচ্ছে একজন নাগরিক হিসেবে বসবাস করা; আর এ জন্য তাকে নিয়মিত কর আদায়, আইন-শৃঙ্খলা রক্ষাসহ সামাজিক ও ধর্মীয় নীতি-নৈতিকতা মেনে চলা।