সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১১:২৮ অপরাহ্ন
আমার সুরমা ডটকম: সুনামগঞ্জের দিরাইয়ে যুব উন্নয়ন অধিদপ্তরাধিন ‘টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডার প্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব)’ শীর্ষক প্রকল্পের আওতায় ভ্রাম্যমাণ কম্পিউটার ভ্যানে এক মাসব্যাপি কম্পিউটার প্রশিক্ষণ শুরু হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার। উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুজ্জামান পাবেলের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহফুজুর রহমানের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, উপজেলা যুব সংসদের আহ্বায়ক জিয়াউর রহমান লিটন, ভাটিবাংলা যুব সমবায় সমিতির সাধারণ সম্পাদক প্রশান্ত সাগর দাস, সাংবাদিক আবুহানিফ চৌধুরী, সরদার মোজাহিদুল ইসলাম প্রমুখ।