বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৩:২৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১

অযত্ন-অবহেলায় পড়ে আছে বিদ্যালয়ের মালামাল

amarsurma.com
অযত্ন-অবহেলায় পড়ে আছে বিদ্যালয়ের মালামাল

আমার সুরমা ডটকম:

কথায় আছে ‘সরকার কা মাল, গঙ্গা মে ডাল’ এই প্রবাদের বাস্তব উদাহরণ দেখা যাচ্ছে সুনামগঞ্জের দিরাই উপজেলার থানাপয়েন্টস্থিত দিরাই সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের অব্যবহৃত মালামাল দেখে। খোলা জায়গায় রাখার কারণে বৃষ্টিতে ভিজে আর রোদে শুকায়। অযত্ন-অবহেলায় থাকা এসব মালামাল নষ্ট হলেও দেখার যেন কেউ নেই অবস্থা।
বিদ্যালয় সূত্রে জানা যায়, পুরাতন অব্যবহৃত ও ভাঙ্গা ব্রেঞ্চগুলোকে ভেতরে রাখার জায়গার অভাবে একটি ভবনের ছাদের উপর রাখা হয়েছে। অথচ যেখানে রাখা হয়েছে, সেখান থেকে অনায়েসেই এসব মালামাল রাতের আঁধারে চুরি হওয়ার সম্ভাবনাই বেশি। তাছাড়া মাদকাসক্তরা সুযোগ বুঝে কিংবা রাতের আঁধারে চুরি করে ভাঙ্গারীতে সামান্য টাকার বিনিময়ে দিয়ে দিচ্ছে বলে অভিযোগ রয়েছে। তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও পরিচালনা কমিটির সভাপতি জানেন না পুরাতন ও ভাঙ্গা ব্রেঞ্চের সংখ্যা কত? বর্তমানে কতটি আছে বা কোন ব্রেঞ্চ চুরি হয়েছে কি না?
এ ব্যাপারে জানতে চাইলে দিরাই সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিপ্রা রায় বলেন, আমার বিদ্যালয়ে শিক্ষার্থীদের জায়গা সংকুলান হচ্ছে না। এসব পুরাতন ও ভাঙ্গা মালামাল রাখব কোথায়? এক প্রশ্নের জবাবে তিনি জানান, যদি মাদকাসক্তরা এখান থেকে ব্রেঞ্চ নিয়ে ভাঙ্গারীতে বিক্রি করে, তবে কালকের মধ্যেই আমি এসব মালামাল সরানোর ব্যবস্থা করব।
জানতে চাইলে দিরাই সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাহমুদ হাসান অলেক বলেন, আমি আসলে এসব মালামালের ব্যাপরে কিছুই জানি না। আজকে খোঁজ নিয়ে দেখব এবং দরকার হলে আগামিকাল বিদ্যালয়ের গিয়ে ব্যবস্থা গ্রহণ করব।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com