বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
মাওলানা মুশতাক আহমদ গাজিনগরীর হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়ের: আটক ১ দিরাইয়ে মাওলানা মুশতাক গাজীনগরীর হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নিখোঁজের ৩ দিন পর জমিয়ত নেতা মুশতাক গাজিনগরীর লাশ উদ্ধার ইউ.কে জমিয়ত সাউথ ওয়েস্ট ইংল্যান্ড শাখা গঠিত: অলিউর রহমান সভাপতি, আবদুর রহীম সেক্রেটারি দিরাইয়ে মানসিক ভারসাম্যহীন যুবকের লাশ উদ্ধার ত্রয়োদশ জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা বুরসায় ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর মুসলিম স্কলার্স-এর উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত দিরাইয়ে বজ্রপাত নিরোধ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত সৈয়দ সালমান গিলানীর সাথে জমিয়তে উলামায়ে ইসলাম ইউ.কের নাত ও নাশীদ সন্ধ্যা দিরাইয়ে গৃহবধুর রহস্যজনক মৃত্যু
ভারমুক্ত মির্জা ফখরুল

ভারমুক্ত মির্জা ফখরুল

filefআমার সুরমা ডটকম অবশেষে ভারপ্রাপ্ত থেকে বিএনপির মহাসচিবের পূর্ণাঙ্গ দায়িত্ব পেলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার সকালে দলটির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মহাসচিব ছাড়াও সিনিয়ন যুগ্ম মহাসচিব এবং কোষাদক্ষ এ দুটি পদেও নাম ঘোষণা করা হয়। প্রায় পাঁচ বছর ধরে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালনের ইতি ঘটিয়ে তিন যুগ পার করে আসা দল বিএনপির সপ্তম মহাসচিব হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো মির্জা ফখরুল ইসলামের নাম।
বাংলাদেশ কমিউনিস্ট পার্টি ছাত্র সংগঠন ছাত্র ইউনিয়নের রাজনীতি দিয়ে রাজনৈতিক জীবন শুরু হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। অর্থনীতির ছাত্র মির্জা ফখরুল ১৯৯৬-৯৭ সালে ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এবং কেন্দ্রেীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। স্বাধীনতা পরবর্তী সময়ে রাজনীতি থেকে ইস্তফা দিয়ে শিক্ষা ক্যাডারে যোগ দেন মির্জা ফখরুল। ১৯৮৭ সালে চাকরি থেকে ইস্তফা দিয়ে বিএনপির রাজনীতিতে সক্রিয় হন এবং নির্বাচিত হন ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান। ২০০১ সালে ঠাকুরগাঁও ১ আসন থেকে নির্বাচিত হয়ে ৪ দলীয় জোট সরকারের কৃষিপ্রতিমন্ত্রী এবং পরে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়ে ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
২০১১ সালের ২০ মার্চ থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়ত্ব পালন করে আসছিলেন বিএনপির সপ্তম এই মহাসচিব। এর আগে ১৯৭৮ সালে ১লা সেপ্টেম্বর আত্মপ্রকাশ করা দল বিএনপির প্রথম মহাসচিব হয়ে ছিলেন অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী। এর ৮ বছর পর দ্বিতীয় মহাসচিব হিসেবে দায়িত্ব পান অবসর প্রাপ্ত কর্নেল মুস্তাফিজুর রহমান। বছর না পার হতেই ১৯৮৭ সালের মার্চে কেএম ওবায়দুর রহমান এবং এক বছরের মাথায় তাকে বহিস্কার করে চতুর্থ মহাসচিব করা হয় ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারকে। তার পদত্যাগের পর ১৯৯৬ সালের জুনে মহাসচিবের দায়িত্ব দেওয়া হয় আব্দুল মান্নান ভূঁইয়াকে। ২০০৭ সালে সেপ্টেম্বরে আব্দুল মান্নায় ভূঁইয়াকে বহিস্কার করে খন্দকার দেলোয়ার হোসেনকে করা হয় মহাসচিব। এরপর তার মৃত্যুর পর মহাসচিবের ভার দেওয়া হয় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। মির্জা ফখরুল ইসলামকে পূর্ণ মহাসচিব করার পাশাপাশি যুগ্ম মহাসচিব রিজভী আহমেদকে সিনিয়ন যুগ্ম মহাসচিব করেছে বিএনপি এবং কোষাদক্ষ হিসেবে আবারো মিজানুর রহমান সিনহাকে বেঁচে নিয়েছে দলটি।
গত ১৯ শে মার্চ কাউন্সিলের ১১ দিন পর তিনটি পদের নাম ঘোষণা করা হলেও পূর্ণাঙ্গ কমিটি কবে ঘোষণা হবে তা এখনও নিশ্চিত করেনি বিএনপি। উল্লেখ্য, বিএনপির এই নেতা ১৯৪৮ সালের ১ আগস্ট ঠাকুরগাঁও জেলায় জন্মগ্রহণ করেন। ছাত্রজীবন থেকেই তিনি সক্রিয় রাজনীতির সাথে জড়িত হলেও কর্মজীবনের শুরুতে তিনি শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন এবং একাধিক সরকারি কলেজে অধ্যাপনা করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com