মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১০:৩১ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম : দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় শীর্ষ নিউজের সাংবাদিক শাহ্ আলম শাহী আহত হয়েছেন। দিনাজপুর-বিরল সড়কের বানিয়াপাড়া রেল ক্রসিং এর সামনে নির্মাণাধীন ব্রীজের কাছে আজ মঙ্গলবার বিকেল ৩টায় মোটর সাইকেল দুর্ঘটনায় তিনি আহত হয়। সাংবাদিক শাহী মোটর সাইকেল যোগে পেশাগত কাজে বিরল যাওয়ার পথে বাই সাইকেল আরোহীত এক স্কুল ছাত্র শিশুকে বাঁচাতে গিয়ে তিনি এ দুর্ঘটনায় পতিত হন। এতে তার হাত, মুখ ও বুকে আঘাতপ্রাপ্ত হন। দিনাজপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা শেষে তিনি এখন নিজ বাড়িতে অবস্থান করছেন।