শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০১:১৭ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম: সুনামগঞ্জের ছাতকের জাউয়াবাজারে অগ্নিকান্ডে ৫টি দোকান ভস্মিভূত হয়েছে। এতে আসবাবপত্রসহ প্রায় ২৫ লক্ষ টাকা ক্ষতি হয়েছে। সোমবার গভীর রাতে জাউয়াবাজারের মাদরাসা মার্কেটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়রা জানান, সোমবার রাত ১টায় হঠাৎ করে বাজারের মাদরাসা মার্কেটে আগুন জ্বলতে দেখে মসজিদের মাইকে ঘোষণা দিলে স্থানীয় বাসিন্দারা এসে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। সংশ্লিষ্ট ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে দমকল বাহিনীরাও ঘটনাস্থলে পৌঁছেন। আগুনে পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে ভাই ভাই সু স্টোরের ৭ লক্ষ টাকা, কেএম ক¤িপউটারে ৫ লক্ষ টাকা, সৌরভ আহমদ এন্টারপ্রাইজে ১০ লক্ষ টাকা, কাউছার সু স্টোরে ১ লক্ষ ৫০ হাজার টাকা, কুটি সু স্টোরে ১ লক্ষ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা জানিয়েছেন।