বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০১:২৬ অপরাহ্ন
আমার সুরমা ডটকম: সুনামগঞ্জ স্টেডিয়ামে বাফুফে আয়োজিত অনুর্ধ্ব ১৮ জাতীয় যুব ফুটবল চ্যাম্পিয়নশীপ টুর্ণামেন্টের ফাইনালে সুনাগঞ্জ জেলা দলকে এক গোলে হারিয়ে শিরোপা জিতেছে সিলেট জেলা দল। রবিবার বিকাল সাড়ে ৩ টায় সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে সুনামগঞ্জ এই দুই দলের মধ্যে ফাইনাল ম্যাচ শুরু হয়। হাজারো দর্শকের উপস্থিতিতে তুমুল উত্তেজনাপূর্ণ ম্যাচের প্রথমার্ধ গোল শুন্য সমতার পর দ্বিতীয়ার্ধে মাঝামাঝিতে এসে স্টাইকার সাকি এক গোলে এগিয়ে নেন সিলেটকে। ম্যাচের বাকি সময় খেলায় সমতা আনতে মরিয়া চেষ্টা করেও ব্যর্থ হয় সুনামগঞ্জ দল।
টুর্নামেন্টে চ্যাম্পিয়ান ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ, সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ুব বখত জগলুল, বাফুফের সদস্য মাহি উদ্দিন সেলিম, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা চেয়ারম্যান হাজি আবুল কালাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান এমদাদ রেজা প্রমুখ।
উল্লেখ্য, গত ১৯ মার্চ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে ৮ টি জেলা দলের অংশগ্রহণে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে অনুর্ধ্ব -১৮ জাতীয় যুব ফুটবল চ্যাম্পিয়নশীপ ২০১৭ টুর্ণামেন্টের শুরু হয়।