রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:৩৬ অপরাহ্ন
দক্ষিণ সুনামগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জের শান্তিগঞ্জ বাজার ও পাগলা বাজারে পৃথক পৃথকভাবে “হাওর বাঁচাও, সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন”-এর উদ্যোগে পথসভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৪টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সংলগ্ন শান্তিগঞ্জ বাজার পয়েন্ট এলাকায় বিশিষ্ট লেখক ও প্রভাষক এনামুল কবিরের সভাপতিত্বে ও দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজের সঞ্চালনায় মানববন্ধন পরবর্তী পথসভায় বক্তব্য রাখেন “হাওর বাঁচাও, সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন”-এর সিনিয়র যুগ্ম-আহবায়ক মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, সদস্য সচিব বিশিষ্ট সাংবাদিক বিন্দু তালুকদার, অন্যতম সদস্য জেলা সিপিবির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এনাম আহমদ, সাংবাদিক এমরানুল হক চৌধুরী, নাট্যকর্মী সমীর পল্লব, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক এমএ কাসেম, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সুনামকণ্ঠের স্টাফ রিপোর্টার হোসাইন আহমদ, দৈনিক সুনামগঞ্জ খবের স্টাফ রিপোর্টার শহীদ নুর আহমদ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুবলীগের সহ-সভাপতি রাজা মিয়া, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুজন প্রমুখ। সভায় বক্তারা কৃষকদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে সুনামগঞ্জ জেলাকে দুর্গত এলাকা ঘোষণার দাবি জানান। পাশাপাশি সুনামগঞ্জে দূর্নীতিবাজ পাউবো কর্মকর্তাদের বিরুদ্ধে আগামি ১৩ই এপ্রিলে সুনামগঞ্জের কর্মসূচি বাস্তবায়নে সকলের সহযোগিতা এবং স্বতস্ফুর্ত অংশগ্রহণ কামনা করেন।