শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৫:২৬ পূর্বাহ্ন
চান মিয়া, বিশেষ প্রতিবেদক (সুনামগঞ্জ): ছাতকের জাউয়াবাজারে প্রকাশ্য দিবালোকে বসছে শিলং তীর নামক ডিজিটাল জুয়া খেলার জমজমাট আসর। গত কয়েক মাস থেকে স্থানীয় কতিপয় প্রভাবশালীর ছত্রছায়ায় পুলিশ প্রশাসন ম্যানেজ করেই এসব জুয়ার আসর বসছে। ফলে প্রত্যহ ক্ষতিগ্রস্থ হাজার হাজার লোকজন টাকা-কড়ি হারিয়ে চুরি, ডাকাতি, ছিনতাই ও রাহাজানিসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে উদ্ভাবিত নাম্বার টোকেনের এই খেলায় ১০ টাকায় ৭০০ টাকা পাবার আশায় বাজারে আসা যুবক, ব্যবসায়ি, শ্রমিক ও স্কুল-কলেজের কোমলমতি শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণির লোকজন ডিজিটাল এ জুয়ায় আসক্ত হচ্ছেন। স্থানীয় কতিপয় প্রভাবশালী ব্যক্তিদের ছত্রছায়ায় বাজারে চলমান জুয়ার আসরে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন হাজার হাজার লোক। এই ডিজিটাল জুয়া খেলে পেশাদার জুয়াড়িরাও হচ্ছেন প্রতারিত ও নিঃস্ব। জুয়ার টাকা সংগ্রহ করতে আশপাশের এলাকায় চুরি-ডাকাতির প্রবণতা আশংকাজনক হারে বেড়ে গেছে। নাম্বার টোকেনের এই খেলায় ১০ টাকায় ৭০০ টাকা পাবার লোভ সংবরণ করতে না পেরে সাধারণ লোকজন এর প্রতি আসক্ত হচ্ছে বলে জানা গেছে। ফলে এ নিয়ে সচেতন মহলে দেখা দিয়েছে চরম ক্ষোভ ও অসন্তেুাষ। সমাজের অবক্ষয়রোধে ডিজিটাল এ জুয়া খেলা বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসি।