শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১২:৫১ অপরাহ্ন
আমার সুরমা ডটকম: আপনি অবশ্যই জানেন বাংলাদেশের বর্তমান সরকার নির্দিষ্ট ছয়টি বোর্ডের মাধ্যমে দেশের সকল কওমী মাদরাসার সনদের স্বীকৃতি দিয়েছে তথা দাওরায়ে হাদীসকে “মাস্টার্স” এ সমমান মান দিয়েছে৷ চলিত বছর যারা দাওরায়ে হাদীসের পরিক্ষা দিচ্ছেন তাদের মাধ্যমেই এই স্বীকৃতি কার্যকর হচ্ছে। তাই আপনারা যারা এই ছয় বোর্ডের অধীনের কোনও মাদ্রাসায় পড়েন না বা যারা স্বীকৃতির আওতাধীন না৷ এখন যদি আপনার স্বীকৃতি পাওয়ার ইচ্ছা থাকে তাহলে সিলেটের অন্যতম শিক্ষা প্রতিষ্টান “জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসা” কতৃপক্ষ আপনাদের পরীক্ষায় অংশগ্রহণের জন্য সুবর্ণ সুযোগ করে দিচ্ছে৷ পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক শিক্ষার্থীবৃন্দ আগামী 30 রজব-এর ভিতরে আপানার পূর্ণ বায়োডাটাসহ জামেয়া রেঙ্গার দফতরে যোগাযোগ করতে পারেন, অথবা এই নাম্বারে যোগাযোগ করুন। 01714913531 বায়োডাটায় যা যা উল্লেখ করবেন পরিক্ষার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, ফাজিল সন, স্থায়ী ঠিকানা৷ বি:দ্র:-আগামী 25-26 ও 27 ডিসেম্বর 2019 ইংরেজী জামেয়ার শতবর্ষ পূর্তি উপলক্ষে দস্তারবন্দী মহাসম্মেলন অনুষ্ঠিত হবে সকলের দাওয়াত। বিজ্ঞপ্তি