শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:৪৩ অপরাহ্ন
এমএম ইলিয়াছ আলী, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সংবাদদাতা: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আমি বক্তৃতা করতে আসিনি, ত্রাণ দিতে এসেছি। আকস্মিক পাহাড়ি ঢলে সুনামগঞ্জ, নেত্রকোণা ও হবিগঞ্জের হাওরাঞ্চলে বন্যায় প্লাবিত মানুষের কষ্ট দেখতে তাদের পাশে দাঁড়াতে এসেছি। আর যারা বক্তৃতা দেন তারা ঢাকায় বসে বক্তব্য দেন, মাঠে আসেন না। এ সময় তিনি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নাম উল্লেখ করে বলেন, উনি ঢাকায় বসে বিবৃতি দিচ্ছেন, এটাই বিএনপির চরিত্র। বুধবার সকাল সাড়ে ১১টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের মাঠে ত্রাণ বিতরণ পূর্বক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নূরুল হকের সভাপতিত্বে এতে সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়া, স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) এহতেশামুল হক দুলাল, সুনামগঞ্জ জেলা প্রশাসক শেখ মোঃ রফিকুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ বরকতুল্লাহ খান, সিভিল সার্জন ডাঃ আশুতোষ দাস, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর কবির, জগন্নাথপুর সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মাহবুবুর রহমান এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন। মন্ত্রী পশ্চিম পাগলা ইউনিয়নের ১ হাজার ৫১৪টি পরিবারের মাঝে ৩৮ কেজি চাল, নগদ ৫শ টাকা করে বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আবুল কালাম, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এমএ মান্নান এমপির রাজনৈনিক কর্মকর্তা মোঃ হাসনাত হোসেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক প্রচার স¤পাদক হায়দার চৌধুরী লিটন, জেলা শ্রমিকলীগের সভাপতি সিরাজুর রহমান সিরাজ, জেলা আওয়ামীলীগ নেতা ইমদাদ রেজা চৌধুরী, জেলা পরিষদের সদস্য জহিরুল ইসলাম জহির, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ মিয়া, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, পূর্বপাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন, দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুদ্দীন, শিমুলবাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মিজানুর রহমান জিতু, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জগলুল হায়দার, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী আব্দুল হেকিম, সহ-সভাপতি হাজী তহুর আলী, সাধারণ সম্পাদক আতাউর রহমান, প্রচার সম্পাদক সুরঞ্জিত চৌধুরী টপ্পা, সাংগঠনিক সম্পাদক আব্দুল বাতিন সুজন, উপজেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট বুরহান উদ্দীন দোলন, সিনিয়র সহ-সভাপতি প্রভাষক নূর হোসেন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুজন, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রয়েল আহমদ, সাধারণ সম্পাদক ইমরান হোসেনসহ এলাকার সর্বস্তরের ব্যক্তিবর্গ।