রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:২২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
ছাতকে বজ্রপাতে দুই জেলের মৃত্যু, আহত ১

ছাতকে বজ্রপাতে দুই জেলের মৃত্যু, আহত ১

চান মিয়া, বিশেষ সংবাদদাতা (সুনামগঞ্জ): ছাতকে মাছ ধরার সময় বজ্রপাতে দুই জেলের মর্মান্তিক মৃত্যু ও একজন গুরুতর আহত হয়েছে। বুধবার ভোরে উপজেলার কালারুকা ইউনিয়নের নূরুল্লাপুর গ্রামের পাশে সুরমা নদীতে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সিলেটের বিশ্বনাথ উপজলার লামাকাজি ইউনিয়নের মাধবপুর গ্রামের সামসুন নূরের ছেলে মিলন মিয়া (১৬) ও একই গ্রামের নূর মিয়ার ছেলে আকমল হোসেনসহ (২৫) ৩ জন জেলে কালারুকা ইউনিয়নের নূরুল্লাপুর গ্রামের পাশে সুরমা নদীতে প্রতিদিনের মতো জাল দিয়ে মাছ ধরতে যায়। মিলন মিয়া গোবিন্দগঞ্জ হাইস্কুলের ৯ শ্রেণির ছাত্র বলে জানা গেছে। ঘটনার সময় বুধবার ভোরে মাছ ধরার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে মিলন মিয়া ও আকমল হোসেন। এ সময় কালা মিয়ার ছেলে সুমন মিয়া (২২) আহত হয়। পরে স্থানীয় লোকজন লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন। এ ব্যাপারে কালারুকা ইউপি সদস্য ফখর উদ্দিন, নূরুল্লাপুর গ্রামের সামছুর রহমান শাজন, লিকছন মিয়া, লামাকাজি ইউপির মাহতাবপুর গ্রামের সৈয়দ আহমদসহ অনেকে দুইজন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ছাতক থানার অফিসার্স ইনচার্জ আতিকুর রহমান বজ্রপাতে নিহতের ঘটনা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com