রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:০১ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম ডেক্স: বেতন বাড়তে চলেছে রাণী দ্বিতীয় এলিজাবেথের! অবিশ্বাস্য মনে হলেও সত্যি! খবরে প্রকাশ, ৯১ বছরের রাণীর মালিকানাধীন ক্রাউন এস্টেটের লাভ গত বছর ২৪ মিলিয়ন (এক মিলিয়ন=১০ লক্ষ) পাউন্ড বৃদ্ধি পেয়ে ৩২৯ মিলিয়ন পাউন্ড ছুঁয়েছে। খরচ ২ মিলিয়ন পাউন্ড বেড়ে দাঁড়িয়েছে ৪২ মিলিয়ন পাউন্ডে। চলতি সপ্তাহে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ২০১৬-১৭ অর্থবর্ষে রাণী ও তাঁর পরিবারের সরকারি সফরের জন্য ইংল্যান্ডের আমজনতার ট্যাঁক থেকে গিয়েছে ৪.৫ মিলিয়ন পাউন্ড, যা তার আগের বছরের তুলনায় ৫ লক্ষ পাউন্ড বেশি। রাণীর বেতন যায় সভারেন গ্রান্ট থেকে। যার দায়িত্বে রয়েছে ইংল্যান্ডের ট্রেজারি। সেখান থেকেই রাণীর যাতায়াত, প্রাসাদ ও দৈনন্দির খরচের ভার বহন করা হয়। গ্রান্টের তরফে জানানো হয়েছে, ২০১৮-১৯ অর্থবর্ষে রাণীর খরচের কথা মাথায় রেখে বেতন বছরে প্রায় ৮ শতাংশ বৃদ্ধি করা হতে পারে। প্রসঙ্গত, ক্রাউন এস্টেটের লাভ্যাংশের ২৫ শতাংশ রাণীর বেতন হিসেবে রাখা হয়।