রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:৫৭ অপরাহ্ন
খালেদ আহমদ, সদর (মৌলভীবাজার) উপজেলা সংবাদদাতা: বেতন-ভাতা ও পেনশনসহ সকল সুবিধা রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রদানের দাবিতে মৌলভীবাজারে পৌর কর্মকর্তা কর্মচারীদের সিলেট বিভাগীয় সমাবেশ হয়েছে।শনিবার (২৯ জুলাই) বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশ সিলেট বিভাগের উদ্যোগে মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সমাবেশে সিলেট বিভাগের ১৯টি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশ সিলেট বিভাগের সভাপতি সৈয়দ নকিবুর রহমানের সভাপতিত্বে ও রনধীর রায়ের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার–রাজনগর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা সহসীন এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, বিয়ানীবাজারের পৌর মেয়র আব্দুস শুকুর, জকিগঞ্জ পৌরসভার মেয়র খলিল উদ্দিন, কানাইঘাট পৌরসভার মেয়র মো. নিজাম উদ্দিন, নবীগঞ্জের পৌর মেয়র ছাব্বির আহমদ চৌধুরী, মাধবপুর পৌরসভার মেয়র হিরেন্দ্র লাল সাহা, চুনারুঘাট পৌরসভার মেয়র নাজিম উদ্দিনসহ বিভিন্ন পৌরসভার কাউন্সিলারগণ। প্রধানবক্তা হিসেবে বক্তব্য রাখেন পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশ কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল আলিম মোল্লা। বিশেষবক্তা হিসেবে বক্তব্য রাখেন পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক শহীদুল ইসলাম।
এ সময় বক্তারা বলেন, এক বছরে সিলেট বিভাগে ৯৬১ জন পৌর কর্মকর্তা কর্মচারীদের বেতন বাবত ২৪ কোটি টাকার প্রয়োজন। যা পৌরসভার অপ্রতুল ফান্ড থেকে পরিশোধ করা যাচ্ছেনা। এ পর্যন্ত সিলেট বিভাগের ১৯টি পৌরসভায় বেতন ভাতা বাবত প্রায় ২২ কোটি টাকা বকেয়া রয়েছে। এছাড়া ২০ জনের পেনশন বাবত ২ কোটি ৩৫ লাখ টাকা বকেয়া রয়েছে। ফলে অনেকে মানবেতর জীবন যাপন করছেন। তাই অবিলম্বে সিলেট বিভাগসহ দেশের সকল পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা ও পেনশনসহ সকল সুবিধা রাষ্ঠ্রীয় কোষাগার থেকে প্রদানের আহবান জানিয়েছেন বক্তারা।