সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০১:০৩ পূর্বাহ্ন
কাজী জমিরুল ইসলাম মমতাজ, স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ): ৪ দফা দাবিতে সুনামগঞ্জ জেলা মালিক-শ্রমিক সড়ক পরিবহন ঐক্য পরিষদের ডাকে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। শনিবার সকাল থেকে এ পরিবহন ধর্মঘট শুরু হলেও জেলা প্রশাসক মোঃ সাবিরুল ইসলামের সাথে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাস ও মালিক সমিতির নেতৃবন্দের উপস্থিতিতে বৈঠকে ধর্মঘট প্রত্যাহার করা হয়। গত শুক্রবার স্থানীয় কিছু সন্ত্রাসীরা শহরের মল্লিকপুরস্থ বাস টার্মিনালে গিয়ে অফিস কাউন্টারে ব্যাপক ভাংচুর চালায়। এর প্রতিবাদে বাস ও মালিক সমিতির নেতৃবৃন্দরা অনিদিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেওয়ায় একদিকে যেমন অবিরাম বৃষ্টিপাতের কারণে বিপাকে পড়েন দূর-দূরান্ত থেকে আসা সাধারণ যাত্রীরা। সকাল থেকে শহরের কেন্দ্রীয় বাসটার্মিনাল থেকে দূরপাল্লার বাসসহ জেলার কোথাও কোন ধরণের বাস ছেড়ে না যাওয়ায় যাত্রীরা যে যার মতো করে রিকসায় ও অটোরিকসায় করে গন্তব্যে পৌছার চেষ্টা করছেন। দাবিগুলো ছিল সুনামগঞ্জ কেন্দ্রীয় বাসটার্মিনালে অফিস ও বাস কাউন্টার ভাংচুরে জড়িতদের বিরুদ্ধে মামলা গ্রহণ ও গ্রেফতার করা। কেন্দ্রীয় বাসটার্মিনালে যাত্রী ছাউনী নির্মাণ ও আগের স্থানে অফিস ও বিরতিহীন কাউন্টার পূণ:নির্মাণ এবং যাত্রী ছাউনীতে বিদ্যুৎ সরবরাহ করা। পুকুর ইজারা বন্ধ করে মাটি দিয়ে পুকুর ভরাট করে গাড়ি রাখার স্থান বৃদ্ধি করা। কেন্দ্রীয় বাস টার্মিনালে মার্কেট নির্মাণ বন্ধ করে সীমানা প্রাচীর নির্মাণ, টার্মিনালে গাড়ি প্রবেশের রাস্তা নির্মাণ ও বাহির হওয়ার রাস্তার সংস্কার করা।
এ ব্যাপারে সুনামগঞ্জ জেলা বাস মালিক সমিতির মহাসচিব জুয়েল মিয়া জানান, জেলা প্রশাসক মোঃ সাবিরুল ইসলামের সাথে সমিতির নেতৃবৃন্দের বৈঠকে বিষয়টি সুরাহা হয়েছে।