সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০১:২৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ): দক্ষিণ সুনামগঞ্জে কাবিটা স্কীম প্রণয়ন ও বাস্তবায়নকল্পে পাউবো কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় উপজেলার সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার ও পাউবো কাবিটা স্কীম প্রণয়ন ও বাস্তবায়ন কল্পের সভাপতি মোঃ হারুন অর রশিদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পাউবো উপ-বিভাগীয় প্রকৌশলী অমিতাভ চৌধুরী, পাউবোর উপ-সহকারী প্রকৌশলী মোঃ ফারুক আল মামুন উপজেলা পাউবো কমিটির সদস্য দক্ষিণ সুনামগঞ্জ অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দীন চৌধুরী, উপজেলা মৎস্য অফিসার সমীরণ কুমার সাহা, উপজেলা প্রকৌশলী মোঃ হারুনার রশীদ, ইউএও মুকলেছুল হক, কার্য সহকারী মোঃ এমদাদুল হক, দিলীপ তালুকদার, জয়কলস ইউপি চেয়ারম্যান মোঃ মাসুদ মিয়া, পাথারিয়া ইউপি চেয়ারম্যান মোঃ আমিনুর রশিদ, পশ্চিম বীরগাও ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, পুর্ব বীরগাও ইউপি চেয়ারম্যান মোঃ নুর কালাম, দর্গাপাশা ইউপি চেয়ারম্যান মনির উদ্দীন,পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল হক, হাবীবুর রহমান, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি ও সদস্য কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, এনজিও প্রতিনিধি মাওলানা নাজিম উদ্দীন, মৎস্যজীবী আজম আলী প্রমূখ।