শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৯:৩৩ অপরাহ্ন
সাইফ উল্লাহ, বিশেষ প্রতিবেদক (সুনামগঞ্জ): জাতীয় জেল হত্যা দিবস উপলক্ষে ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে স্থানীয় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনীন্দ্র তালুকদারের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক শামীম আহমেদ মুরাদের পরিচালনায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এটিএম নাজিম উদ্দিন আল আজাদ, সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, সাংগঠনিক সম্পাদক দেনিয়ার হোসেন খান পাঠান, মুজিবুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি মোজাম্মেল হোসেন রোকন, সদর ইউপি চেয়ারম্যান মো. সেলিম আহম্মদ, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউপি চেয়ারম্যান আমানুর রাজা, পাইকুরাটি ইউপি চেয়ারম্যান ফেরদৌসুর রহমান, সুখাইড় উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল বারি চৌধুরী বাচ্চু, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আরফান আলী, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক শাহ আলী আকবর, যুবলীগ নেতা তরিকুল ইসলাম পলাশ, ছাত্রলীগ নেতা আবু সাদাত তিতাস, আল আমিন খান, ফয়সাল মজুমদার, সেলবরষ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন, বঙ্গবন্ধু ছাত্র পরিষদের আহ্বায়ক মেহেদী হাসান বাবর প্রমুখ।