রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ১০:৩৪ অপরাহ্ন
আমার সুরমা ডটকম: সিলেট থেকে দিরাই আসার পথে সুনামগঞ্জের দিরাই পৌরসভার সুজানগর গ্রামের কাছে সোমবার রাত সাড়ে ১১টায় গাছের সাথে ধাক্কা লেগে একটি প্রাইভেট কার দুমরে মুছরে যায়। একে কারে থাকা ৩ জন যাত্রী গুরুতর আহত হন। আহতরা হলেন পৌরসভার চণ্ডিপুর গ্রামের মনির উদ্দিন মিয়ার ছেলে ও দিরাই উপজেলা খাদিমুল ক্বোরআনের সভাপতি হাফিজ আকমল হোসেন (৪০), তাড়ল ইউনিয়নের ভাঙ্গাডহর গ্রামের এখলাছ মিয়ার ছেলে জিয়াউর রহমান (৩৮) ও চণ্ডিপুর গ্রামের নিয়াজ মিয়ার ছেলে ইকবাল হোসেন (৩০)। দুর্ঘটনার পর পরই স্থানীয় লোকজনের সহায়তায় তাদেরকে দিরাই সরকারি হাসপাতালে নিয়ে আসা হলে গুরুতর আহত আকমল হোসেন ও জিয়াউর রহমানকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। তবে কার চালক আহতদের রেখেই পালিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।