মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৬:৪৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক (সুনামগঞ্জ): ছাতকে বেকার যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলতে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে উপজেলার সিংচাপইড় ইউনিয়নের সিংচাপইড় গ্রামে বেকার যুবকদের সেলাই প্রশিক্ষণের উদ্যোগ নেয়া হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (৭ নভেম্বর) গ্রামের জগঝাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সিএস মোহাম্মদ আসাদ উল্লাহর সভাপতিত্বে ও যুব সংগঠক ও আত্মকর্মি ফখরুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ইউপি প্যানেল চেয়ারম্যান মোফাজ্জল হোসেন, সদস্য এলখাছুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজিত রঞ্জন দাস, সাংবাদিক হেলাল আহমদ, সামাজিক সংগঠক ছামির আহমদ ও জাকারিয়া প্রমূখ।