বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৫:২৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ): দৈনিক জালালাবাদ-এর দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি মহিউদ্দিন মহিম আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। তিনি শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার সময় উপজেলার জয়কলস ইউনিয়নের উজানীগাও নিজ বাড়ীতে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫০ বছর। তিনি স্ত্রী, ভাই-বোন, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে মারা যান। শনিবার বাদ জোহর বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে উজানীগাও জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দানে জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। সাংবাদিক মহিম উদ্দীন মহিমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
তার ইন্তেকালে গভীর শোকপ্রকাশ করেছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান, সুনামগঞ্জ-মৌলভীবাজার সংরক্ষিত আসনের এমপি এডভোকেট শামছুন্নাহার শাহানা রব্বানী, সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, জেলা প্রশাসক মোঃ সাবিরুল ইসলাম, পুলিশ সুপার বরকত উল্লাহ খান, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা চেয়ারম্যান হাজী আবুল কালাম, সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুক আহমদ, জেলা পরিষদের সদস্য জহিরুল ইসলাম জহুর, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হারুন অর রশীদ, মাদারীপুর কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ হাফিজুর রহমান, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ কাজী মুক্তাদির হোসেন, দক্ষিণ সুনামগঞ্জ থানা ওসি মোঃ ইখতিয়ার উদ্দীন চৌধুরী, জগন্নাথপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ মঈনুদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রুবিনা বেগম, সিলেট প্রেসক্লাবের সাবেক ট্রেজারার সাংবাদিক খালেদ আহমদ, সুনামগঞ্জ জেলা নিকাহ রেজিষ্ট্রার সমিতির সাংগঠনিক স¤পাদক ও দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি শহিদুল ইসলাম পাইলট, সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম চৌধুরী। এছাড়া আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, জাতীয়পার্টি, জমিয়ত, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোকপ্রকাশ করেছেন।
জানাযায় উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর আওয়ামীলীগের সভাপতি হাজী আবুল কালাম, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি ফারুক আহমদ, সুনামগঞ্জ জেলা বারের এপিপি এডভোকেট বশির উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জয়কলস ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুদ মিয়া, দরগাপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনির উদ্দিন, শিমুলবাক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, পাথারিয়া ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ আমিন, পুর্বপাগলা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন, দরগাপাশা ইউপির সাবেক চেয়ারম্যান রওশন খান সাগর, সিলেট প্রেসক্লাবের সাবেক ট্রেজারার সাংবাদিক খালেদ আহমদ, সুনামগঞ্জ জেলা নিকাহ রেজিষ্ট্রার সমিতির সাংগঠনিক স¤পাদক ও দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, অর্থ স¤পাদক সোহেল তালুকদার, দপ্তর স¤পাদক এমএম ইলিয়াছ আলী, সাবেক সদর বিএনপির সহ-সভাপতি সৈয়দ আহমদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-স¤পাদক আবাব মিয়া, জেলা কৃষক লীগের সদস্য ও দক্ষিণ সুনামগঞ্জ মিল মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা জামায়াতের আমীর হাফেজ আবু খালেদ, এশিয়া ছিন্নমুল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সহ-সভাপতি মুক্তাদির খান, ছাতক অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরীসহ আওয়ামী লীগ, বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, দক্ষিণ সুনামগঞ্জে কর্মরত সকল প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ।