রুহুল আমীন, গোলাপগঞ্জ (সিলেট) উপজেলা সংবাদদাতা: মহান বিজয় দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ গোলাপগঞ্জ-বিয়ানীবাজার সংবাদ সম্পাদক এডভোকেট মাওলানা রশীদ আহমদ বলেছেন, বিজয় দিবস আমাদের সকলের, সকল দলের, সকল মানুষের। এটা কোন দল বা গোষ্টির একা নয়। তাই দলমত নির্বিশেষে আমাদের সবাইকে বিজয়ের ইতিহাস সম্পর্কে জানতে হবে অন্যকে জানাতে হবে।
বুধবার দুপুর সাড়ে ১১টায় গোলাপগঞ্জ পৌরসভা অডিটোরিয়ামে বাংলাদেশ ইসলাম ছাত্র মজলিস গোলাপগঞ্জ পৌর শাখার উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে শিশু কিশোরদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বিজয়ের ৪৬ বছরে প্রাপ্তি: প্রত্যাশা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মাওলানা রশীদ আহমদ আরও বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নৈতিক গুণাবলী সম্পন্ন আদর্শ নাগরিক গড়ে তুলা একান্ত প্রয়োজন। ছাত্র মজলিস ধারাবাহিক ভাবে আদর্শ নাগরিক তৈরির লক্ষে কাজ করে যাচ্ছে। বিজয়ের ইতিহাস ও ঐতিহ্য রক্ষায় নৈতিক গুণাবলী সম্পন্ন আদর্শ তরুণদের এগিয়ে আসতে হবে।
পৌর ছাত্র মজলিসের সভাপতি সাইফুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি জয়নুল হকের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাত্র মজলিস সিলেট পূর্বজেলা সভাপতি বিলাল আহমদ চৌধুরী, সিলেট পশ্চিম জেলা সাবেক সভাপতি মাওলানা আহমদ মাহফুজ আদনান, সিলেট মহানগর সেক্রেটারি আফজাল হুসাইন কামিল, খেলাফত মজলিস গোলাপগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সালাম, সহ সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুর রাজ্জাক, বিশিষ্ট সমাজসেবী এম সিরাজুল ইসলাম, গোলাপগঞ্জ পৌরসভার সংরক্ষিত কাউন্সিলর মনোয়ারা ফেরদৌস মনাক্কা, নিরাপদ সড়ক চাই গোলাপগঞ্জ উপজেলা সভাপতি ইলিয়াছ বিন রিয়াছত, খেলাফত মজলিস গোলাপগঞ্জ উপজেলা বায়তুলমাল সম্পাদক জসিম বিন ফয়জু, অফিস ও প্রচার সম্পাদক ইমরান আহমদ, ছাত্রনেতা জাবের আহমদ, ছাত্র মজলিস ঢাকাদক্ষিণ বিশ্ববিদ্যালয় ও কলেজ শাখার সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলা উত্তর শাখা সভাপতি রুহুল আমীন। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন খেলাফত মজলিস পৌর শাখা সহ বায়তুলমাল সম্পাদক মাওলানা আব্দুল গফফার, ছাত্র মজলিস গোলাপগঞ্জ উপজেলা দক্ষিণ সভাপতি মোঃ এমাদ উদ্দিন, সাবেক সভাপতি সাদিকুর রহমান, মোঃ হাবিবুর রহমান, গোলাপগঞ্জ উপজেলা উত্তর অফিস ও ক্যাম্পাস বিষয়ক সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ, উপজেলা দক্ষিণ অফিস ও প্রচার সম্পাদক জায়েদ আহমদ, পৌর বায়তুলমাল সম্পাদক ওলিউর রহমান, মনজুর আহমদ, তাহের আহমদ, মিজানুর রহমান, মারুফ আহমদ, আদনান হুসাইন ইমন, তাহমিদ আহমদ, মাহমুদুল হাসান প্রমুখ। অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় দুই বিভাগে মোট ৬টি বিজয়ী ও ৩০টি বিশেষ পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।