শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৬:০৭ অপরাহ্ন
কাজী জমিরুল ইসলাম মমতাজ, স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ): “নিরাপদ খাদ্যে ভরব দেশ, সবাই মিলে গড়বো সোনার বাংলাদেশ”-এ শ্লোগানকে সামনে রেখে দক্ষিণ সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হয়েছে। শুক্রবার সকালে ১০টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ হারুন অর রশীদের সভাপতিত্বে ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রোমানা আফরোজের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা তেরাব আলী, উপজেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা কমিটির সদস্য হাজী তহুর আলী, জিএম সাজ্জাদুর রহমান, মুজিবুর রহমান, আব্দুল বাছিত সুজন, সাংবাদিক সোহেল তালুকদার, জাহাঙ্গীর আলম, দক্ষিণ সুনামগঞ্জ থানার এসআই আব্দুল মান্নান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিসের সহকারি জাকির হোসেন প্রমূখ। বক্তারা বলেন, জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় জনগণের সচেতনতাই নিরাপদ খাদ্য নিশ্চিত করা সম্ভব। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিসের যৌথ উদ্যোগে এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।