মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৬:১২ অপরাহ্ন
মোঃ মানিক মিয়া, জামালগঞ্জ (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা: সুনামগঞ্জে আমরা মুক্তিযোদ্ধা সন্তান কমিটি গঠন করা হয়েছে। আগামী এক বছরের জন্য এই কমিটি গঠন করা হয়। জানা যায় কেন্দ্রী কমিটি সুনামগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমিটি অনুমোদন করেন। কেন্দ্রী কমিটির সভাপতি মো. সাজ্জাদ হোসেন ও সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান শাহীন-এর যৌথ স্বাক্ষরে জেলার ৩১ সদস্য বিশিষ্ট সুনামগঞ্জ জেলার এ পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এতে সভাপতি সোহলে আহমদ বিপ্লব, সাধারণ সম্পাদক শিবলু আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মামুন ওর রশিদ, প্রচার সম্পাদক কজী কিজির কে নিয়ে গত ৬/৩/১৮ ইং তারিখ এ কমিটি গঠন করা হয়েছে। যার স্মারক নং আমুস/প্রকা/দফ/২০১৮/৪-তে কেন্দ্রীয় কমিটি দ্বারা অনুমোদন করা হয়। কমিটিতে উপদেষ্টা পরিষদের সদস্য হলে এমপি এম এ মান্নান প্রতিমন্ত্রী অর্থ ও পরিকল্পনা মন্ত্রনালয়, সুনামগঞ্জ-৩ আসনের এমপি মো. মহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ ও মৌলভী বাজার সংরক্ষিত এমপি এড. শাহানা রব্বানী, সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান মো. নূরুল হুদা মুকুট, জেলা আওয়ামলীগের সভাপতি মুতিউর রহমান, সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামূল কবির ইমন, বীর মুক্তিযোদ্ধা এড আলী আমজাদ, বীর মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার নুরুল আমিন, জেলা ডেপুটি কান্ডার ইউসুফ আল আজাদ, মুক্তিযোদ্ধা সন্তান ও সাবেক জেলা ছাত্রলীগ সভাপতি ফজলে রাব্বী সরন, সুনামগঞ্জ সদর উপজেলার কমান্ডার আব্দুল মজিদ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা নাদের বক্স, তাহিরপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা কামন্ডার রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোজাহিদ আহমদ, বীর মুক্তিযোদ্ধা আমির উদ্দিন, মুক্তিযোদ্ধা সন্তান ও জামালগঞ্জ উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম-আহগবায়ক ইকবাল আল আজাদ, মুক্তিযোদ্ধা আল হেলালকে নিয়ে ২০ সদস্য নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।