বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১০:৩০ পূর্বাহ্ন
আশরাফ আহমেদ, এম.সি কলেজ (সিলেট) সংবাদদাতা: শত মাইল রাস্তা পায়ে হেটে নতুন ইতিহাস গড়ার দিকে আগাচ্ছে সিলেটের ঐতিহ্যবাহি মুরারিচাঁদ (এমসি) কলেজ রোভার স্কাউট গ্রুপের একঝাক অকুতোভয় তরুন রোভার। ১৮ই মার্চ থেকে ২২শে মার্চ পর্যন্ত দীর্ঘ পাচঁদিন পায়ে হেটে ১০০ মাইলের ও বেশি জায়গা পরিভ্রমণ ২০১৮ এই ব্যতিক্রমী আয়োজনটি করে বাংলাদেশ স্কাউট সিলেট জেলা শাখা।
এ বিষয়ে এমসি কলেজ রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার শাম্মী খানমের কাছে জানতে চাইলে তিনি বলেন, পায়ে হেটে ১০০ মাইল পরিভ্রমণ করার লক্ষে ১৮ই মার্চ সকাল ১০টায় কলেজ প্রাঙ্গন থেকে রোভার স্কাউটের ৬ সদস্যবিশিষ্ট ক ও খ নামে দুটি গ্রুপ যাত্রা শুরু করে। যেখানে ক দলের নেতৃত্বে দিচ্ছেন শিপন সূত্রধর ইফতেখারুল ইসলাম এবং হিমেল আহমেদ।
অপরদিকে খ-গ্রুপের নেতৃত্বে আছেন আরিফুল ইসলাম সৌরভ ও হাবিবুল ইসলাম রাব্বি। দল দুটির সার্বিক তত্বাবদানে আছে মুরারিচাঁদ (এমসি) কলেজ স্কাউট গ্রুপ। রোভার দলটি রবিবার সকালে কলেজ ক্যাম্পাস থেকে প্রথমে সিলেট জেলা প্রশাষকের কার্যালয় যায় তারপর সেখান থেকে ফেঞ্চুগঞ্জ, রাজনগর, মৌলবীবাজার, শ্রীমঙ্গল, মিরপুর, শায়েস্তাগঞ্জ, চুনারুঘাট, জগদীশপু
পাচঁ দিনের এই দীর্ঘ সফরে অংশ গ্রহণকারী এমসির অকুতোভয় এই রোভারদের সাফল্যের জন্যে সকলের কাছে দোয়া চান, এমসি রোভার স্কাউট গ্রুপের শাম্মী খানম।