শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৪ অপরাহ্ন
আমার সুরমা ডটকম : ক্রাইম রিপোর্টার্স বহুমুখী সমবায় সমিতির উদ্যোগে জার্নালিস্ট হেলথ ফোরামের আয়োজনে সমিতির কার্যালয়ে ‘মেডিকেল হেলথ ক্যাম্প-২০১৫’ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এতে নারী শিশুসহ অন্তত ১০০ জনের চিকিৎসা প্রদান করা হয়।
এ হেলথ ক্যাম্পে বিভিন্ন মেডিকেলের ৫ জন চিকিৎসক উপস্থিত ছিলেন- তারা হলেন, পঙ্গু হাসপাতালের আর.এম.ও ডা. শেখ আব্দুল¬াহ আল রাফি, শহীদ সোহ্রাওয়ার্দী মেডিকেল কলেজের ডা. সুমাইয়া এহসান, ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালের ইএমও ডা. ইমদাদুল হক, শহীদ সোহ্রাওয়ার্দী মেডিকেলের ডা. আব্দুল্লাহ আল নোমান ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের ডা. মোহাম্মদ আব্দুল জাহিদ।
ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, সহ-সভাপতি রফিকুল ইসলাম আজাদ, অর্থ সম্পাদক আশরাফুল ইসলাম, ডিআরইউ সমবায় সমিতির সভাপতি মাহমুদুর রহমান খোকন, বাংলাদেশ ক্রাইম রিপোর্টর্স এসোসিয়েশনের সাবেক সভাপতি আখতারুজ্জামান লাবলু, ক্রাইম রিপোর্টর্স বহুমুখী সমবায় সমিতির সভাপতি নেসারুল হক খোকন, সম্পাদক মনির হোসেন, যুগ্ম-সম্পাদক নিয়াজ আহমেদ লাবু, কোষাধ্যক্ষ আতিকুর রহমান, পরিচালক শহিদুল ইসলাম রাজী, হাসান-উজ-জামান, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন কাওছার। জার্নালিস্ট হেলথ ফোরামের আহবায়ক আবু সালেহ আকন, সদস্য সচিব মাইক্রোবায়োলজিস্ট শাফি উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক মাহমুদা ডলি ও দপ্তর সম্পাদক আহমেদ নূর প্রমুখ উপস্থিত ছিলেন। প্রতি তিন মাস পরপর এই হেলথ ক্যাম্পের আয়োজন করা হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।