বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১০:৫৭ পূর্বাহ্ন
কাজী জমিরুল ইসলাম মমতাজ, স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ): সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এবারের এসএসসি ও বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষার ফলাফল বিপর্যয় হয়েছে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায়। উপজেলার ১৪টি মাধ্যমিক বিদ্যালয়ে ১ হাজার ৩৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছেন ৭৪১ জন বা ৫৬.৩৩ শতাংশ। ৬টি মাদরাসা থেকে ১৭২ জন শিক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছেন ৫৮ জন বা ৩৪.০০ শতাংশ। কৃতকার্য শিক্ষার্থীদের মধ্যে মাদরাসা থেকে কোনো শিক্ষার্থী জিপিএ-৫ না পেলেও ৬টি জিপিএ-৫ পেয়েছে এসএসসির শিক্ষার্থীরা।
জয়কলস উজানীগাঁও রশিদীয়া উচ্চ বিদ্যালয় ২, পাগলা হাইস্কুল এন্ড কলেজ ২, আবদুল গফুর উচ্চ বিদ্যালয় ১ ও বীরগাঁও ইমদাদুল হক উচ্চ বিদ্যালয় ১টি করে মোট ৬টি জিপিএ-৫ পেয়েছে। ৮০ শতাংশ শিক্ষার্থী কৃতকার্য হয়ে সবচেয়ে ভালো ফলাফল করেছে জয়কলস উজানীগাঁও রশিদীয়া উচ্চ বিদ্যালয়। স্কুল-মাদরাসা মিলিয়ে কোনো প্রতিষ্ঠানই শতভাগ পাস করতে পারেনি। উপজেলার এমন ফল বিপর্যয়ে হতাশ শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকেরা।
মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এবারের এসএসসি পরীক্ষায় ৪টি কেন্দ্রে মোট ১ হাজার ৩৬০ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেছিলেন। এদের মধ্যে কৃতকার্য হয়েছেন ৭৪১ জন। অকৃতকার্য হয়েছেন ৬১৯ জন। মাদরাসা বোর্ডের একমাত্র কেন্দ্র (আক্তাপাড়া ইসলামিয়া আলিম মাদ্রাসায়) ১৭২ জনের মাঝে কৃতকার্য হয়েছেন ৫৪ জন শিক্ষার্থী।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার এ্যাকাডেমিক সুপারভাইজার নূরে আলম সিদ্দিকী বলেন, ‘আমাদের এখানে তুলনামূলক ফলাফল একটু কম হয়েছে ঠিক, তবে পরীক্ষার্থীরা ভালো ভাবেই পরীক্ষা দিয়েছে। আগামীতে আমরা ভালো করার জন্য প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে নির্দেশনা দেবো।’
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অশোক রঞ্জন পুরকায়স্থ বলেন, ‘এটা ঠিক যে আমরা এ বছর ফল ভালো করিনি। তবে আগামী পরীক্ষায় ভালো করার তাগিদ থাকবে সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি।’
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হারুন অর রশিদ বলেন, ‘যে যে রকম প্রস্তুতি নিয়েছে সে তেমন ফলই করেছে। আমরা সম্মিলিতভাবে চেষ্টা করবো শিক্ষার্থীদের পড়ার টেবিলে নিয়ে আসার এবং পাঠ্য বইয়ের প্রতি মনোযোগি করে তোলার। তা হলেই আমরা আগামীতে আরো ভালো রিজাল্ট করবো আশা করি।