মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৯:৫৭ অপরাহ্ন
মোঃ মানিক মিয়া, জামালগঞ্জ (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের সম্মেলন শনিবার সকালে উপজেলার শিক্ষক মিলনায়তন হল রুমে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা খুরশেদ আলম।
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী রশীদ আহমদ ও সদস্য সচিব মাওলানা নজরুল ইসলাম, হাফিজ মাছরুফ আহমদ এর যৌথ সঞ্চালনায় শুভ উদ্ধোধন করেন উপজেলা জমিয়তের প্রধান উপদেষ্টা আলহাজ্ব মাওলানা ছিদ্দিক আহমদ।
প্রধান অতিথি কেন্দ্রীয় জমিয়তের যুগ্ম-মহাসচিব মাওলানা তাফাজ্জুল হক আজিজ, বিশেষ বক্তা জমিয়তের জেলা সভাপতি মাওলানা শায়খ আব্দুর বছির, সহ-সভাপতি মাওলানা এখরাছুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ারুল ইসলাম, যুগ্ম-সম্পাদক মাওলানা হাম্মাদ আহমদ গাজীনগরী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা তৈয়্যিূবুর রহমান, জেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা আখতারুজ্জামান তালুকদার, সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা সাইদুর রহমান, জেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক হাফিজ ত্বাহা হুসাইন, কেন্দ্রীয় নিবার্হী ছাত্র জমিয়তের সদস্য মুহাম্মাদ আলতাফুর রহমান, জামালগঞ্জ যুব জমিয়তের আহবায়ক কাউছার আহমেদ, ছাত্র জমিয়তের আহবায়ক মাওলানা আল আমিন জহুর প্রমূখ।
আলোচনা সভার শেষে ২ বছর মেয়াদী উপজেলা ছাত্র জমিয়তের ৩১ সদস্য বিশিষ্ট পূনাঙ্গ কমিটি গঠন করা হয়, এতে সভাপতি আল আমিন জহুর, সাধারণ সম্পাদক হাফিজ মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক বায়জিদ আহমদ মারুফ।
উপজেলা যুব জমিয়তের ২৫ সদস্য বিশিষ্ট পূনাঙ্গ কমিটি গঠন করা হয়, এতে সভাপতি মাওলানা নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা এমদাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাশরুফ আহমদ।
উপজেলা জমিয়তের ৩১ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়, এতে সভাপতি মাওলানা এখলাছুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা খুরশেদ আলম ও সাংগঠনিক সম্পাদক হাফেজ কাউছার আহমেদকে নিয়ে জামালগঞ্জ জমিয়ত কমিটি গঠন করা হয়।