বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০১:৫৮ অপরাহ্ন
কানাইঘাট প্রতিনিধি: একটি খুনের রেশ কাটতে না কাটতেই আবারো খুনের ঘটনা ঘটছে কানাইঘাটে।
এলাকায় আধিপত্য বিস্তার ও ব্যবসার নিয়ন্ত্রণ ও কোনও কিছু নিয়েই সঘর্ষ ও ঘটছে এসব খুনের ঘটনা। আর প্রত্যেকটি ঘটনায়ই ব্যবহার করা হচ্ছে আগ্নেয়াস্ত্র অস্ত্র।
সীমান্তবর্তীলক্ষী প্রসাদ পশ্চিম ইউনিয়নে হত্যাকান্ড জমি-জমা নিয়ে বিরোধ, চোরা-চালানী তৎপরতা, নারী কেলেঙ্কারি ও ফৌজদারী মূলক অপরাধের মতো ঘটনা উপজেলার মধ্যে সবচেয়ে বেশি ঘটেছে এবং কানাইঘাটের সীমান্তবর্তী লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নে মাত্র দেড় বছরে ৫ খুন করে আরও আলোচিত করে দিল কানাইঘাটকে।
তার মধো মুটেও কম নয় কানাইঘাট উপজেলার গাছবাড়ীস্থ ও নারাইপুর এলাকা এ যেন আলাদা সাম্রাজ্য। মারামারির জন্য স্বমহিমায় এরা খ্যাতিমান রাত পেহালেই খুন ও সঘর্ষ। জমি-জমার বিরোধ কিংবা অতীতে পেশাগত কারণে শত্রুতা।
এছাড়াও নানাবিধ অপরাধ কর্মকান্ড তথা চুরি, ডাকাতি, ছিনতাই, ধর্ম প্রান এলাকা কানাইঘাট তবে মসজিদের ইমাম নিযোগ নিয়ে ও হত্যা এযেন হত্যার আর খুনের রাজ্যে পরিনিত হলো কানাইঘাট।
নাগরিক সমাজকেও কেবল সতর্ক থাকলেই হবেনা, পরস্পরের বিপদে সজাগ হয়ে সাড়া দেওয়ার মনোবৃত্তি পোষণ করতে হবে এবং পুলিশকে কঠোরভাবে অপরাধের বিরুদ্ধে দাঁড়াতে হবো।