শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৮:৪২ অপরাহ্ন
মোঃ মানিক মিয়া, জামালগঞ্জ (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় অগ্নিকান্ডে সাচনা বাজারে ৯টি দোকান পুড়ে আনুমানিক দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৃৃহস্পতিবার ভোর ৫টায় সিএন্ডবি রোডের পশ্চিম গলিতে অগ্নিকাণ্ড ঘটনাটি ঘটে।
সরজমিনে গিয়ে জানা যায়, ক্ষতিগ্রস্থ ইসলাম ট্রেডার্স, শাহজালাল মেশিনারিজ স্টোর, মনির এন্টারপ্রাইজ, মেহেদী কম্পিউটার, সূর্য মোবাইল সেন্টার ও ওয়াহিদ স্টোর, উপমা মেশিনারিসহ ঝুমা স্টোর, বন্যা স্টোর, সুরঞ্জনের দোকান।
ক্ষতিগ্রস্থ দোকান মালিক ও প্রত্যক্ষদর্শীদের মতে, মেহেদী কম্পিউটার থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ড পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আল ইমরান, জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল হাসেম, ওসি তদন্ত মিজানুর রহমান, বনিক সমিতির সভাপতি ও উপজেলার সাবেক চেয়ারম্যান ইউসুফ আল আজাদ, সাচনা ইউপি চেয়ারম্যান রেজাউল করিম শামীম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক এম নবী হোসেনসহ বিভিন্ন পেশাজীবি মানুষ।
আগুন লাগার সংবাদ পেয়ে স্থানীয় জনগণ তা নেভানোর জন্য প্রচেষ্টা চালায় ও সুনামগঞ্জ থেকে ফায়ার সার্ভিস এসে নিয়ন্ত্রনে আনে। ৩ ঘণ্টাব্যাপী অগ্নি শিখায় ৯ ব্যবসায়ীাদের ক্ষতি পুরণের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন তারা।
জানা যায়, সাচনা বাজারে ১ বছরের মাথায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গেল বছর একই সময়ে বাঁধ বাজারে ৭টি ঘর পুড়ে ছাই হয়।