বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ১১:৩৯ পূর্বাহ্ন
মোঃ মানিক মিয়া, জামালগঞ্জ (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় উপজেলা পরিষদ হল রুমে ইফতার পূর্বক আলোচনা সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
বিশেষ অতিথি সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. মনিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী শিপলু কর্মকার, জামালগঞ্জ থানা ওসি আবুল হাসেম জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মাদ আলী, সহ-সভাপতি করুনা সিন্ধু তালুকদার।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উত্তর ইউপি চেয়ারম্যান মো. রজব আলী, ভীমখালী ইউপি চেয়ারম্যান মো. দুলাল মিয়া, জামালগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান সাজ্জাদ মাহমুদ তালুকদার সাজিব, বেহেলী ইউপি চেয়ারম্যান অসীম চন্দ্র তালুকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী আশরাফুজ্জামান, ভীমভালী ইউপি চেয়ারম্যান মো. দুলাল মিয়া, আওয়ামী লীগ নেতা জীতেন্দ্র তারুকদার পিন্টু, আসাদ আল আজাদ, গোলাম জীলানী আফিন্দী রাজু, উপজেলা জাতীয়পার্টির সাধারণ সম্পাদক আব্দুল মন্নান তালুকদার, জেলা যুবলীগের সদস্য আবুল আজাদ, উপজেলা শ্রমিকলীগের আহবায়ক আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগের আহবায়ক আবুল খয়ের তালুকদার, ইউপি সচিব অজিত কুমার রায়সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।