শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৭:৪১ অপরাহ্ন
কাজী জমিরুল ইসলাম মমতাজ, স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ): দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ২০১৮-২০১৯ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। উপজেলা পরিষদের আয়োজনে বুধবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. হারুন অর রশিদ উপজেলা পরিষদের রাজস্ব ও উন্নয়ন ব্যয়ে ১ কোটি ৬৪ লক্ষ ২৩ হাজার টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করেন।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা চেয়ারম্যান হাজী আবুল কালামের সভাপতিত্বে উন্মুক্ত বাজেট পেশ পরবর্তী আলোচনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী প্রকৌশলী রুবাইয়াত জামান, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মোছা. রুবিনা বেগম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাজী আব্দুল হেকিম, জয়কলস ইউপি চেয়ারম্যান মো. মাসুদ মিয়া, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. নুরে আলম সিদ্দিকী, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সুরঞ্জিত চৌধুরী টপ্পা, স্বেচ্ছাসেবকলীগ নেতা আব্দুল তাহিদ, আওয়ামী লীগ নেতা জফুর মিয়া, ইউপি সদস্য পুষ্প বেগম, নাজমা বেগম, মফিজুল বেগম, আরতি রাণী দাস প্রমুখ।