শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:৩৫ অপরাহ্ন
আমার সুরমা ডটকম : দিরাইয়ে বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাক উপজেলার আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সমন্বিত উন্নয়ন কর্মসূচীর মাধ্যমে ব্র্যাক তার কার্যক্রম বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিক উন্নয়ন কর্মকান্ডের অংশ হিসেবে দিরাই উপজেলার বিভিন্ন হাওড়ে ব্র্যাক ৩ লাখ মাছের পোনা অবমুক্ত করলো, যা এই উপজেলার মৎস সম্পদের উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে।
মঙ্গলবার সকাল ১০টায় সুনামগঞ্জের দিরাই উপজেলার ধলবাজার ঘাট সংলগ্ন হাওড়ে ব্র্যাক কর্তৃক আয়োজিত মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত মন্তব্য করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা ডঃ খালেদ মোঃ কনক, উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বায়েস আলম, জলমহাল ব্যবস্থাপনা কমিটির সদস্য মোঃ মোশাররফ মিয়া, ব্র্যাকের উপজেলা উন্নয়ন সমন্বয়কারী মোঃ আব্দুর রাজ্জাক, ব্র্যাকের জেলা প্রতিনিধি মোহাম্মদ মনিরুজ্জামান, ব্র্যাক স্বাস্থ্য পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচীর ম্যানেজার মোঃ শাজাহান আলী (এইচও), ব্র্যাক অতিদরিদ্র কর্মসূচীর ম্যানেজার মোঃ আরিফুল হক (এইচও), ব্র্যাক কৃষি কর্মসূচির সিনিয়র সেক্টর স্পেসালিস্ট তারেক নাসির উল্ল¬াহ, ফিসারিজের সেক্টর স্পেসালিস্ট সুজন মিয়া, এ্যাকশন রিচার্সের জাকিউল আহমেদ, ট্রেইনার আশরাফুল ইসলাম, কাউসার মিয়া এবং এসএলজির রফিকুল ইসলাম প্রমুখ।
মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক ব্র্যাক শিক্ষা কর্মসূচির একটি শিক্ষাতরী পরিদর্শন করেন। শিক্ষাতরীর ছাত্র-ছাত্রীরা তাকে মনোমুগ্ধকর একটি নাচের মাধ্যমে স্বাগত জানান। তিনি শিক্ষাতরীর ছাত্র-ছাত্রী ও শিক্ষকের সাথে কথা বলেন এবং তাদের পড়াশুনার খোঁজ খবর নেন।