মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৩:৫৫ অপরাহ্ন
বিট রিপোর্টার (জমিয়ত) দিরাই সংবাদদাতা:
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহকারি মহাসচিব ও ইউকে জমিয়তের সভাপতি প্রিন্সিপাল মাওলানা শুয়াইব আহমদ সোমবার বিকেলে কলেজ রোডস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন দিরাই উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা নাজিম উদ্দিন, সহসভাপতি মাওলানা মাহবুবুল হক চৌধুরী, দিরাই উপজেলা জমিয়তের সহসাধারণ সম্পাদক ও ইনকিলাবের দিরাই উপজেলা সংবাদদাতা মুহাম্মদ আব্দুল বাছির সরদার, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইলিয়াছ আহমদ, প্রশিক্ষণ সম্পাদক মুফতি হোসাইন সারোয়ার, দিরাই উপজেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা আবিদুর রহমান, উপজেলা ছাত্র জমিয়তের সাংগঠনিক সম্পাদক হাফিজ জিয়াউল করিম, সহসাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ রাজী, পৌরসভা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ তাহমিদ প্রমুখ। এছাড়া জাতীয় ও স্থানীয় পত্রিকায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।