বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১০:৪২ পূর্বাহ্ন
জিয়াউর রহমান, কানাইঘাট (সিলেট) উপজেলা সংবাদদাতা:
রাজধানী ঢাকায় বাস চাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় শিক্ষার্থীদের আন্দোলন দেশের বিভিন্ন স্থানের মতো সিলেট জেলার কানাইঘাট উপজেলার গাছবাড়ী তে ছড়িয়ে পড়েছে।
শনিবার সকাল ১১টা থেকে গাছবাড়ী বাজারস্থ মোইন রোড পয়েন্ট ও সিলেট-গাছবাড়ী-কানাইঘাট চৌমুহনী মোরা এলাকাতে নৌমন্ত্রী শাজান খানের পদত্যাগ ও ৯ দফা দাবিতে জড়ো হয়েছেন হাজারো শিক্ষার্থী।
জড়ো হওয়া ছাত্ররা গাছবাড়ী আইডিয়্যাল ডিগ্রী কলেজ গাছবাড়ী ইন্টারন্যাশনাল স্কুল ও ইউনাইটেড স্কুল ও কিছু সংখক ছাত্র গাছবাড়ী মর্ডান একাডেমীর ছাত্ররা ও বিভিন্ন স্কুল-কলেজ ও মাদরাসা পড়ুয়া বলে জানা গেছে।
তারা গাছবাড়ী বাজারের মেইন রোড অবরোধ করে রেখেছে। তবে অ্যাম্বুলেন্স চলাচলে কোন বাঁধা দেয়া হচ্ছে না। ইউনিফর্ম পরিহিত অবস্থায় মিছিলসহকারে জড়ো হন গাছবাড়ী আইডিয়্যাল ডিগ্রী কলেজ এর সামনে বিভিন্ন আঁকারের ব্যানার নিয়ে বিক্ষোভ করে কলেজ ও স্কুল পড়ুয়া ছাত্ররা ও বিক্ষোভ শিক্ষার্থীরা উই ওয়ান্ট জাস্টিস, নৌ মন্ত্রীর পদত্যাগ চাই, নিরাপদ সড়ক চাই ইত্যাদি স্লোগান দেয়। এবং প্লে কার্ড নিয়ে সড়ক অবরোধ করে। এছাঙাও ক্ষোভ প্রকাশ করে বিভিন্ন ধরণের যানবাহনের লাইসেন্স চেক করে শিক্ষার্থীরা। এরে তারা বিক্ষোভ শেষ করে চলে যায়।