শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০২:০৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ):
দক্ষিণ সুনামগঞ্জে মৎস্য অধিদপ্তরাধীন রাজস্ব বাজেটের আওতায় ২০১৮-২০১৯ আর্থিক সালে নির্বাচিত জলমহালে ২শত ৯০ কেজি পোনামাছ অবমুক্তকরণ করা হয়েছে।
শনিবার দুপুর ১টায় উপজেলার সদরপুর ব্রীজের নীচে পোনামাছ অবমুক্তকরণের সময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সফি উল্লাহ, সিলেট মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আমিনুল ইসলাম, সিলেট জেলা মৎস্য অফিসের জেলা মৎস্য কর্মকর্তা মোঃ সুলতান আহমদ, সুনামগঞ্জ সদর উপজেলা মৎস্য অফিসের সিনিয়র অফিসার সীমা রাণী বিশ্বাস, উপজেলা মৎস্য অফিসার সমীরণ কুমার সাহা, উপজেলা কৃষি অফিসার মোঃ আহসান হাবীব, প্রেসক্লাব সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, সাংবাদিক নুরুল হক, শফিকুল ইসলাম, নেহার ফার্ম এন্ড ফিশারীর স্বত্ত্বাধিকারী মোঃ মাইদুল ইসলাম প্রমূখ।