সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৯:৫২ অপরাহ্ন
সাইফ উল্লাহ:
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় সরকারে উন্নয়ন ও সাফল্য নিয়ে উঠান বৈঠক করেন সুনামগঞ্জ-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
শুক্রবার দুপুরে উপজেলার মমিনপুর ও সোনাপুর গ্রামে নারী ও পুরুষদের নিয়ে উঠান বৈঠক করা হয়েছে। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ইউসুফ আল আজাদ, সাবেক ভাইস চেয়ারম্যান মিছবাহ উদ্দিন, জেলা যুবলীগের সদস্য আবুল আজাদসহ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এমপি রতন বলেন, আমি আপনাদের প্রতিনিধি হিসেবে আপনাদের পাশে আছি পাশে থাকব ইনশাল্লাহ। পরে তিনি আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন তুলে ধরেন।