বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১২:২৪ অপরাহ্ন
সাইফ উল্লাহ, বিশেষ প্রতিবেদক (সুনামগঞ্জ):
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় মেম্বার অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা শনিবার সকালে অনুষ্টিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জের মেম্বার অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আনোয়ার হোসেন।
সংগঠনের দপ্তর সম্পাদক আবুল কাশেমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ইউসুফ আল আজাদ।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি গোলাম হোসেন, আসাদ আলী, সাধারণ সম্পাদক সোহেল আহম্মদ (বাচ্চু), সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম সোহেল, প্রচার সম্পাদক আব্দুল হান্নান মিয়া, সহদপ্তর সম্পাদক মো. বাবুল মিয়া, সদস্য শুক্কুর আলী, আশিক নুর, আব্দুর রহমান, বিউটি রানী পাল, রেহেনা আক্তার প্রমূখ।
প্রধান অতিথি এমপি রতন বলেন, আমরা সবাই জন প্রতিনিধি, একে অপরের সহযোগীতা কাম্য। প্রধানমন্ত্রী, বিশ্বনেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের রুপকার। আমরা সবাই এ উন্নয়নে অংশীদার। আসুন আমরা সবাই মিলে আওয়ামী লীগের দলীয় পতাকাতলে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করি। বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই। তিনি আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরেন।