শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৫৭ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম:
বড় ভাইয়ের ধাওয়া খেয়ে গিয়ে সুরমা নদীতে ঝাঁপ দিয়ে মারা যাওয়া যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম সুমন আহমদ (২৭)। তিনি সিলেট সদর উপজেলার টুকের বাজার ইউনিয়নের পীরপুর গ্রামের মৃত আব্দুল মালিকের পুত্র।
মঙ্গলবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে সুরমা নদীতে নিখোঁজ হন সুমন। বিকেল সোয়া পাঁচটার দিকে ফায়ার ব্রিগেডের ডুবুরিদল নদীতে তল্লাশি চালিয়ে সুমনের লাশ উদ্ধার করে।
স্থানীয় ইউপি সদস্য এনামুল হোসেন জানান, বড় ভাই আব্দুল করিম ও সুমন বিকেলে ঝগড়ায় লিপ্ত হন। এ সময় আব্দুল করিম তার ছোট ভাই সুমনকে ধাওয়া দিলেে সে বাড়ির পাশে সুরমা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন।
বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেট বিভাগ এর উপ-পরিচালক তনয় বিশ্বাস জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি আজাদ সুরমা নদীতে সুমনের সন্ধানে নামেন। প্রায় ঘণ্টাখানেক পর ডুবুরি আজাদ নিখোঁজ সুমনের লাশের সন্ধান পান।
জালালাবাদ থানার ওসি শফিকুল ইসলাম সুরমা নদী থেকে লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।