শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ১২:১৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ:
ঢাকা গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ ও পাগলা গণস্বাস্থ্য কেন্দ্রের স্থানীয় প্রতিনিধি লন্ডন প্রবাসী আব্দুল আওয়ালের উদ্যোগে দক্ষিণ সুনামগঞ্জে ২ দিনব্যাপী গণস্বাস্থ্য বিশেষজ্ঞ চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় ২ দিনব্যাপী মেডিসিন, গাইনী, সার্জারী, চক্ষু, শিশু, আল্ট্রা, নাক-কান-গলা, দন্ত, ফিজিওতেরাপি, প্যাথলজিসহ বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সফি উল্লাহ, পাগলা গণস্বাস্থ্য কেন্দ্রের স্থানীয় প্রতিনিধি লন্ডন প্রবাসী আব্দুল আওয়াল, উপজেলা যুবলীগের সহ-সভাপতি প্রভাষক নুর হোসেন, সমাজসেবক এনামুল করিম, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক, ঢাকা গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজের মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ আতোয়ার হোসেন, মেডিকেল অফিসার ডাঃ মিলন, ডাঃ দীপ রায়, ডাঃ আরফিন রহমান, ডাঃ নকিব, ডাঃ তৃপ্তি, গাইনী বিশেষজ্ঞ ডাঃ আনোয়ার, ডাঃ নাজমুন নাহার, ডাঃ শরিফা, সার্জারী বিভাগের ডাঃ শিশির, ডাঃ মামুন, চক্ষু বিশেষজ্ঞ ডাঃ ইমরান, শিশু বিশেষজ্ঞ ডাঃ মাহে মুনির নিঝুম, ডাঃ রেশু, আল্ট্রা বিশেষজ্ঞ ডাঃ সাবিকুন্নাহার লাকী, ডাঃ জান্নাতুল নাইম, নাক-কান-গলা বিশেষজ্ঞ ডাঃ নাফিউল, ফিজিওতেরাপিস্ট মোঃ শিপন আহমদ, লিজা, দন্ত বিশেষজ্ঞ ডাঃ রিংকু, প্যাথলজী বিশেষজ্ঞ নজরুল ইসলাম, ল্যবটেকনেশিয়ান নুরুল আলম, লিটন, পাগলা গণস্বাস্থ্য কেন্দ্রের ম্যানেজার মোঃ নজরুল ইসলাম প্রমুখ।