মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৮:৩৫ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম:
সুনামগঞ্জে ফেসবুক গ্রুপের মাধ্যমে ভুয়া প্রশ্নপত্র ফাঁস করে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে এক যুবককে আটক করেছে র্যাব।
রোববার দিবাগত রাতে জেলার তাহিরপুর উপজেলার উজান তাহিরপুর থেকে তাকে আটক করা হয়। আটক নাহিম মিয়া ওই গ্রামের বিপ্লব মিয়ার ছেলে।
র্যাব-৯ অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. মনিরুজ্জামান বলেন, রোববার রাত ১১টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করেছে। এসএসসি পরীক্ষা সামনে রেখে সে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের প্রশ্নফাঁসের জন্য একটি গ্রুপ তৈরি করে বিভিন্নজনের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়।
এমন তথ্যের ভিত্তিতে র্যাব-০৯ এর সুনামগঞ্জ ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার নিকট থেকে ভুয়া প্রশ্নপত্র বিতরণের মাধ্যম হিসাবে ব্যবহৃত স্মার্টফোন, সীমকার্ড ও মেমরিকার্ড জব্দ করা হয়।
উদ্ধারকৃত আলামতসহ তাকে সুনামগঞ্জ জেলা পুলিশের তাহিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা (অপরাধ) আইনে মামলা হয়েছে বলেও জানান তিনি।