সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ০৯:৫৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ):
দক্ষিণ সুনামগঞ্জের দেখার হাওরের (ডাইক-১, ২ সহ) কয়েকটি হাওর রক্ষাবাঁধ পরিদর্শণ করেছেন উপজেলা সমবায় কর্মকর্তা মাসুদ আহমদ। সোমবার দুপুরে বাঁধ পরিদর্শণ কালে উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি ও উপজেলা পাউবো কমিটির সদস্য কাজী জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক ও মনিটরিং কমিটির সদস্য মো: নুরুল হক, পিআইসি সভাপতি মো: খোয়াজ আলী, সেক্রেটারী আরমুছ আলী, ডেকার হাওর ডাইক-২ এর সভাপতি লায়েক মিয়া, জিল্লুর রহমান, ইউপি সদস্যা পুষ্প বেগম প্রমুখ। পরিদর্শণকালে সমবায় কর্মকর্তা মাসুদ আহমদ পিআইসিেেদর বলেন, দ্রুত গতিতে ২৮ ফেব্রুয়ারীর মধ্যে বাঁধের স্লুপ, ড্রেসিং ও আনুসঙ্গিক কাজ সম্পন্ন করতে হবে। যদি আপনারা সময়ের মধ্যে কাজ না করে অবহেলা করেন তাহলে উর্দ্ধতন কর্তৃপক্ষ কাউকে ছাড় দেবেন না।